নরসিংদীর মনোহরদীতে দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজকের পত্রিকার মনোহরদী উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলামের আয়োজনে মঙ্গলবার (২৮শে জুন) বেলা ১২টায় মনোহরদী পৌরসভা হল রুমে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
অনুষ্ঠানে পত্রিকাটির মনোহরদী উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী পৌরসভার মেয়র মোঃ আমিনুর রশিদ সুজন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন ইন্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন, মনোহরদী থানা তদন্ত কর্মকর্তা মোঃ জহিরুল আলম, উপজেলার বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি প্রমূখ।
এ সময় অতিথিরা তাদের বক্তব্যে, আজকের পত্রিকার সম্পাদকসহ সকল পাঠক-পাঠিকা, কলা-কুশলী, শুভানুধ্যায়ীর সর্বাঙ্গীণ সমৃদ্ধি কামনা করেন।