“মাদককে না বলুন, সুস্থ পরিবার গড়ুন” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মনোহরদী উপজেলার ইউএনও, উপজেলা চেয়ারম্যান, ওসিসহ জনপ্রতিনিধিদের নিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা (comprehensive Action Plan) প্রণয়ণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাসেম। এবং সঞ্চালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক।
কর্মশালায় কর্মশালায় বক্তব্য রাখেন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়, মনোহরদী উপজেলা ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, মনোহরদী থানা (ওসি) তদন্ত মোঃ জহিরুল আলম, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি শ্যামল মিত্র প্রমূখ।
কর্মশালায় বক্তারা বলেন, আমাদের যুব সমাজ থেকে শুরু করে সবাইকে এই মাদকের কুফল সম্পর্কে বোঝাতে হবে। তারা যেন মাদকের দিকে আসক্ত না হয় এবং কেও হয়ে পড়লেও যেন এই পথ থেকে সরে আসে। এছাড়াও মাদক নির্মূলে প্রান্তিক পর্যায় থেকে সচেতেনতা তৈরির কথা এবং পড়াশোনা, ক্রীড়া বা চিত্তবিনোদনের ব্যাবস্থা নিলে যুবসম্প্রদায়কে মাদকের ছোবল থেকে ফেরানো যেতে পারে বলে মন্তব্য করেন।
তারা আরও বলেন, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেমন শিশু কিশোরদের জীবনের শুরুতেই এই মাদকের ভয়াবয়তা সম্পর্কে বোঝাতে পারেন তেমনি একজন ইউপি সদস্যও জনপ্রতিনিধি হিসেবে গ্রামের সাধারন মানুষদের মাঝে মাদকের কুফল তুলে ধরে সচেতেনতা গড়ে তুলতে পারেন। সেই জন্য মাদক নির্মুলে ও এর অপব্যবহার সম্পর্কে বোঝাতে ও রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা দরকার, তাই জনপ্রতিনিধিসহ উপস্থিত সকলকে মাদকের অপব্যবহার রোধকল্পে কর্মপরিকল্পনা তৈরি করতে বলা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, সুশীলসমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ।