সিলেটে বন্যায় পানিবন্দি মানুষের পাশে আবারও ত্রাণসামগ্রী নিয়ে দাঁড়িয়েছে নরসিংদীর মনোহরদী উপজেলার মানবতার কল্যাণে নিয়োজিত সামাজিক সংগঠন ইউসুকা ফাউন্ডেশন। এবার ৩শত ৫০টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (২০ জুন) মনোহরদীর সামাজিক সংগঠন ইউসুকা ফাউন্ডেশনের চেয়ারম্যান মালয়েশিয়া প্রবাসী ও একজন বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ সৌরভ হোসেনের নির্দেশে ফাউন্ডেশনের সেচ্ছাসেবীগণ সোনাতলা সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা ও বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
এ সময় তারা বন্যা কবলিত এলাকায় জনপ্রতি এক পেকেট মোমবাতি (বড়), ১ টি গ্যাস লাইটার, চিড়া ২কেজি, মুড়ি ১কেজি, চানাচুর ১পেকেট, এনার্জি বিস্কুট ১পেকেট, চাটকী গুড় আধা কেজি ও ওরস্যালাইন বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সৌরভ হোসেন বলেন, সিলেট অঞ্চল ভয়াবহ বন্যায় ভাসছে। মানুষের ঘর-বাড়িতে পানি ঢুকে পড়েছে। স্কুল, কলেজ, মাদরাসাগুলো মারাত্মকভাবে বন্যাকবলিত। সাধারণ মানুষের ঘরে খাবার নেই। গবাদিপশুর খাদ্য নেই। লোকালয়ে পানি প্রবেশ করছে।
এ রকম দুর্যোগ মুহূর্তে মানুষের কল্যাণে তারা সাধ্যানুযায়ী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। বিত্তশালীদেরও তাদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বিতরণ কাজে সার্বিক সহয়োগিতা করেন ইউসুকা ফাউন্ডেশন এর সেচ্ছাসেবীবৃন্দ।