নরসিংদীর মনোহরদীতে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কিভাবে ভোট দেয়া যায়, তা দেখাতে তিনটি ইউনিয়নের কেন্দ্রে কেন্দ্রে চলছে অনুশীলন বা মক ভোটিং।
ভোটারদের ইভিএমে অভ্যস্ত করাতে সোমবার (১৩ জুন) সকাল ১০টা থেকে খিদিরপুর, কৃষ্ণপুর, চরমান্দালিয়া ইউনিয়নের ২৯ টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুশীলনমূলক ভোট (মক ভোট) অনুষ্ঠিত হবে।
আগামী বুধবার মূল নির্বাচনের আগে এটাকে মহড়া হিসেবে দেখা হচ্ছে। মক ভোটিংয়ের মাধ্যমে স্থানীয় ভোটারদের সচেতন করার পাশাপাশি ভোটদানে কোনো যান্ত্রিক সমস্যা হচ্ছে কি না, তা বের হয়ে আসবে। মহড়ার পাশাপাশি নির্বাচনের অন্যান্য প্রস্তুতিও এগিয়ে চলছে।
আগামী ১৫ জুন পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তিন ইউনিয়নে চোয়াল্লিশ হাজার চারশত তিরাশি জন ভোটার প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।
মক ভোটিং কার্যক্রমে ভোটারদের অনুশীলনের আহবান জানিয়ে মনোহরদী উপজেলা নির্বাচন কমিশনার মো. আবুল কালাম আজাদ জানান, অনুশীলন বা মক ভোটিং সাধারণ মানুষের মাঝে সাড়া যোগাবে বলে আশা করছি। ইভিএমের মাধ্যমে জাল ভোটের যে সুযোগ নেই এটি তারা বুঝতে পারবে। এবং উৎসাহিত হয়ে কেন্দ্রে ভোট দিতে আসবে।