বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সারাবিশ্বের মুসলিমদের তোপের মুখে পড়েছে উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকার। সেই অবমাননার জের এবার আছড়ে পড়তে চলেছে বিশ্বকাপেও।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সমর্থকদের কাতারে প্রবেশের জন্য ভিসা দিবে না আয়োজক দেশটি। ভারতীয় ফুটবল দল বিশ্বকাপে যাওয়ার যোগ্য না হলেও ফুটবলপ্রেমী ভারতীয়রা উপস্থিত হয় খেলা দেখতে। এবার সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার পথে।
খবরে বলা হয়, সম্প্রতি এক ভারতীয় সমর্থকের বিশ্বকাপে যাওয়ার আবেদন বাতিল করে দিয়েছে বিশ্বকাপের আয়োজনকারী দেশ কাতার। ইমেইলে সেই ভারতীয় সমর্থককে জানিয়ে দেয়া হয়, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে কাতার সরকার কিছু দেশের সমর্থকদের প্রবেশের আবেদন খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি বিজেপির মুখপাত্র নুপূর শর্মা এক টিভি বিতর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে অবমাননামূলক মন্তব্য করেন। তারপরে সেই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে ভারতের বৈদেশিক নীতিতে।
মধ্যপ্রাচ্যের সমস্ত ইসলামিক দেশের পক্ষে সেই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। এমনকি ভারতীয় পণ্য বয়কটের আবেদনও জানানো হয় কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ ওআইসিভুক্ত দেশগুলোতে। ইসলামিক দেশগুলো নুপূর শর্মাকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে।
এদিকে বৈদেশিক চাপের মুখে তড়িঘড়ি করে নুপূর শর্মাকে বহিষ্কার করেছে বিজেপি। অন্যদিকে হাওড়ার অঙ্কুরহাটিতে হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে ১১ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধরা। এর ফলে গভীর রাত পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে সংবাদ মাধ্যমকে আক্রমণ ও অবরোধের নিন্দা করেছেন। অন্যদিকে দিল্লি পুলিশ নূপুর শর্মা, নবীন জিন্দালের পাশাপাশি আসাদুদ্দিন ওয়াইসির নামেও এফআইআর দায়ের করেছে। বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর দায়েই এই এফআইআর বলে জানা গেছে।