ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মো. আবুল বাসার নামে বিমান বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
সোমবার (২৩ মে) ভোরে ফরিদপুর সদর উপজেলাধীন ধূলদী বাজার পাওয়ার প্লান্ট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. আবুল বাসার বিমানবাহিনীর বিডি ৪৬৬৯৩৬ সার্জেন্ট সদস্য ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কাকরা গ্রামে।
ওসি কংকন কুমার বিশ্বাস জানান, ভোরের দিকে ঢাকা থেকে আসা কাভার্ড ভ্যানটি অজ্ঞাত কোনো এক গাড়িকে পিছন থেকে দেয়। কাভার্ডভ্যানের সামনের কেবিন দুমড়ে ও মুচড়ে যায়। এসময় কেবিনে থাকা বিমানবাহিনীর সদস্য সার্জেন্ট মো. আবুল বাসার ঘটনাস্থলে নিহত হন।
ওসি আরও জানান, বর্তমানে লাশ ও কাভার্ডভ্যান করিমপুর হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্দু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। কাভার্ডভ্যানের ডাইভারকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।