কনকনে শীতের পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি প্রবাসী শ্রমিক। যারা প্রতিনিয়ত মানব কল্যাণে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১৪ জানুয়ারি) বীরমাইজদিয়া প্রবাসী সমাজ সংগঠনের প্রধান কার্যালয় থেকে শীতবস্ত্র এবং বিভিন্ন মসজিদের ডিজিটাল ঘড়ি বিতরন করা হয়।
শীতবস্ত্র বিতরনকালে বড়চাপা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এম সুলতান উদ্দিন বলেন, “.বীরমাইজদিয়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনযে মানবিক কাজগুলো বিগত দিনগুলো করে যাচ্ছে এবং আজকের এই শীতবস্ত্র এবং ঘড়ি উপহার প্রদান করেছে তা সত্যিই প্রশংসনীয়। আমি তাদের সাথে ছিলাম এবং সব সময় থাকবো।”
বীরমাইজদিয়া প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি হাবিবুর রহমান বলেন, ” বিগত দিনগুলোর মতো গ্রামের উন্নয়ন এবং অসহায়দের পাশে আমরা সব সময় থাকবো ইনশাআল্লাহ।”
সংগঠনের উপদেষ্টা মোঃ আজিজুর রহমান হাসিম তিনি বলেন, “গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেয়ে খুবই ভালো লাগছে চেষ্টা করব সব সময় এ ধারা বজায় রাখতে।”
সংগঠনের সাধারণ সম্পাদক সিঙ্গাপুর প্রবাসী এস, এ হাবিব বলেন, বীরমাইজদিয়া প্রবাসী কল্যাণ সমাজ সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন এবং বীরমাইজদিয়া গ্রামে সকল প্রবাসীদের অর্থায়নে পরিচালিত হয়ে থাকে। এই গ্রামের প্রত্যেক ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালাতে চাই এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের কে উৎসাহিত করতে এ সপ্তাহের মধ্যেই শিক্ষা উপকরণ বিতরণ ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইয়াসির আরাফাত হৃদয়, সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ, পরিচালক বৃন্দ, বড়চাপা ইউপির ১ নং ওয়ার্ডের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।