মনোহরদীর দু’ দন্ত্য চিকিৎসককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার সন্ধ্যোয় মনোহরদী বাজার ও বাইপাস রোডে পরিচালিত কোর্ট এ জরিমানা করে।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এস.এম কাসেম মনোহরদী বাজার বাইপাস রোডে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এতে বাইপাস রোডের বাচ্চু ডেন্টাল কেয়ার এর মালিক নজরুল ইসলাম বাচ্চুকে বিডিএস সনদ না থাকা সত্বেও বেআইনীভাবে দন্ত্য চিকিৎসার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মনোহরদী বাজারের স্বদেশ ডেন্টাল কেয়ারের মালিক আখতারুজ্জামানকে একই অভিযোগে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে। বিডিএস না বসিয়ে ব্যবসা বন্ধ রাখতেও নির্দেশ দেয় কোর্ট।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শাহনেওয়াজ, মনোহরদী থানা পুলিশ ফোর্স, আব্দুল হালিম (ও,এস), টুটুল বাস্পর, মোঃ হাফিজুল ইসলাম ও মোঃ জাহাঙ্গীর আলম।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এস.এম কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।