নরসিংদী র্যাব-১১ এর নির্বাচনে সহিংসতা রোধে সন্ত্রাসবিরোধী অভিযানে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকা হতে ০৮টি তাজা ককটেলসহ ০২জন সন্ত্রাসীকে গ্রেফতার করে।
আজ রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি নরসিংদী র্যাব-১১ জানাই,নরসিংদী র্যাব ক্যাম্পের এক বিশেষ আভিযানিক দল আজ অভিযান পরিচালনা করে সকাল ১২ ঘটিকায় বিস্ফোরক দ্রব্য ককটেলসহ ০২জনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামিরা হল রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকার মোঃ মকবুল হোসেন খাঁনের ছেলে মোঃ মিজানুর রহমান খাঁন(২৯) ও হাসনাবাদ গ্রামের আব্দুল আজিজের ছেলে জুয়েল ভূইয়া(২০)।এই সময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল,০৩ টি মোবাইল ও নগদ ১৭০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামিরা নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে এবং অবৈধভাবে প্রভাব বিস্তার করতে ককটেল গুলো মোটরসাইকেল যোগে নির্বাচনী এলাকায় গমন করছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শিকার করে যে তারা এই কাজে জড়িত। এই সফল অভিযান পরিচালনা করেন নরসিংদী র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান ও সঙ্গীয় ফোর্স।
শেষ খবর পাওয়া পর্যন্ত আসামীদের রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে।