বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ( বাবেশিকফো) এর গঠনতন্ত্রের অনুচ্ছেদ ( ট) অনুযায়ী ১২ ফেব্রুয়ারি-২১ খ্রিস্টাব্দ তারিখে সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারনী উইং কার্যনির্বাহী কমিটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করে। এডহক কমিটি দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়।
বাবেশিকফো এর এডহক কমিটির সদস্য সচিব মো. জহিরুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বাবেশিকফো কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে বলে জানান।
কমিটিতে ঢাকা মহিলা কলেজ এর অধ্যক্ষ মোঃ মাইনুদ্দীন কে সভাপতি এবং সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি ঢাকা গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম কে মহাসচিব ও সংগঠনের সাবেক সহ-সভাপতি জিনজিরা পীর মোহাম্মদ পাইলট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবু রায়হানকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের (বাবেশিকফো) এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।