নরসিংদীর মনোহরদীতে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ হারিয়েছে আবির হোসেন (৮) নামে এক স্কুলছাত্র। আজ সোমবার দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের শরীফপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির শরীফপুর গ্রামের নয়ন মিয়ার ছেলে। সে স্থানীয় জেআরএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে প্রয়োজনীয় জিনিস আনতে ড্রেনেরঘাট বাজারে যাচ্ছিল আবির। ঢাকা-কিশোরগঞ্জ সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রের। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
মনোহরদী থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক পিকআপটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।