কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী জামালপুর গ্রামের মাদক চোরাকারবারিসহ বিভিন্ন মামলার আসামি ফামিদ মণ্ডলকে (৪২) গলা কেটে হত্যা করেছে তার সৎ ভাই মিলন মণ্ডল।
রোববার (১১ এপ্রিল) সকালে ফামিদ মণ্ডলের বাড়ির পাশে এনামুলের চায়ের দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফামিদ মণ্ডল জামালপুর গ্রামের নন্দ মণ্ডলের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল আলম বলেন, ‘নিহত ফাহিম মণ্ডল জামালপুরের নিজ বাড়ির পাশে এনামুলের চায়ের দোকানে বসে ছিল। পেছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে সৎ ভাই মিলন মণ্ডল তার গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।’
আরো পড়ুন >>>করোনা যুদ্ধের ১৮০ দিন পার করলো কুষ্টিয়া জেলা ছাত্রলীগের অদম্য একঝাঁক কর্মী।
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে মাদক বিক্রয়ের টাকা ভাগাভগি নিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। নিহত ফাহিম মণ্ডলের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।’
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক মিলন মণ্ডলকে ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি।