বিশ্বে দীর্ঘতম নখের অধিকারী নারী আয়ান্না উইলিয়ামস। যুক্তরাষ্ট্রের টেক্সাসের এই নারী গত ৩০ বছর নখ কাটেননি। অবশেষে তার সাড়ে ২৪ ফুট দৈর্ঘ্যের সেই নখ কেটেছেন।
তিনি সর্বশেষ নখ কেটেছিলেন ১৯৯০ সালে। ছোটবেলা থেকেই নখগুলো খুবই প্রিয় ছিল তার। নানা রঙে সেগুলো রাঙিয়ে রাখতেন।
২০১৭ সালে পৃথিবীর সবচেয়ে লম্বা নখের জন্য গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নামও লিখিয়েছিলেন তিনি। তখন নখের দৈর্ঘ্য ছিল ১৯ ফুট। সম্প্রতি কাটার সময় তার নখের দৈর্ঘ্য ছিল ২৪ ফুট সাত ইঞ্চি।
আয়ান্নার নখগুলো রিপিল’স বিলিভ ইট অর নটের ফ্লোরিডা মিউজিয়ামে সংরক্ষণ করা হবে। আয়ান্না চিকিৎসকের কাছে গিয়ে ইলেকট্রিক করাতের মাধ্যমে নখ কেটেছেন।
আয়ান্না বলেন, ‘জানি ওদের খুব মিস করব। কিন্তু আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। নখসহ কিংবা নখ ছাড়া আমি রানিই থাকব। আমার নখ আমাকে তৈরি করেনি, আমি তাদের করেছি।
এত বড় নখ নিয়ে আমার চলাফেরায় অনেক কষ্ট হতো। অনেক সতর্ক থাকতে হতো। তাই ভেঙে যাওয়ার চেয়ে কেটে ফেলা ভালো মনে করেছি।’