বিবাহিত নারীদের নিয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়ে গেল সুন্দরী প্রতিযোগিতা। ৪ এপ্রিল (রোববার) কলম্বো প্রেক্ষাগৃহে বসেছিল এই আয়োজনের চূড়ান্ত পর্ব। সেখানে পুষ্পিকা দে সিলভাকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে চূড়ান্ত পর্বের মঞ্চ থেকেই শুরু হয় সমালোচনা। এর জেরে বিজয়ীর মুকুট তার মাথা থেকে ছিনিয়ে নেয়া হয়।
এ বিষয়ে জানা যায়, পুষ্পিকার বিবাহবিচ্ছেদ হওয়ার কারণে গতবারের বিজয়ী ক্যারোলিন হঠাৎ মঞ্চে উঠে বিজয়ীর মাথা থেকে সোনার মুকুট ছিনিয়ে নেন। একই সময়ে দ্বিতীয় স্থান অধিকারীর মাথায় মুকুটটি পরিয়ে দেন।
ক্যারোলিন বলেন, ‘নিয়ম অনুযায়ী কোনো ডিভোর্সি নারী প্রতিযোগীতায় অংশ নিতে পারবেন না। এই কারণেই বিজয়ীর মুকুট পুষ্পিকার মাথায় মানায় না।’
এদিকে, শ্রীলঙ্কার গণমাধ্যমের বরাতে জানা যায়, মুকুট ছিনিয়ে নেয়ার কারণে পুষ্পিকার মাথায় গুরুতর আঘাত লাগে। এ জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর পুষ্পিতা সামাজিক মাধ্যমে নিজের বর্তমান অবস্থার একটি ছবি প্রকাশ করেন।
আন্তঃ বিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবিপ্রবির শুভ্র হাসান
ছবির ক্যাপশনে তিনি লেখেন, মুকুট হারিয়ে ফেলার কষ্ট অনুভব করছি। আমার সঙ্গে অবিচার করা হয়েছে। এখনও আমার বিবাহবিচ্ছেদ হয়নি। বর্তমানে স্বামীর থেকে আলাদা থাকছি।