যশোর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তের দুই বছর পর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (০৪ এপ্রিল) কেন্দ্রীয় কমিটির প্যাডে অনুমোদন দেয়া হয় যশোর জেলা কমিটির। এতে সালাউদ্দিন কবির পিয়াসকে সভাপতি ও তানজীব নওশাদ পল্লবকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
এদিন রাত ৯টার দিকে যশোরে পৌঁছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এ কমিটিপত্র। এতে সালাউদ্দিন কবির পিয়াসকে সভাপতি ও তানজীব নওশাদ পল্লবকে সাধারণ সম্পাদক করে ২৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। আর পদ উল্লেখ করা হয়েছে পাঁচটি।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি ইমরান হোসেন, ইয়াসিন আরাফাত তরুণ, আরিফুর রহমান সাগর, শাহাদাৎ হোসেন রনি হাওলাদার, কায়েস আহমেদ রিমু, রাজু রানা, আলী হাসান মোর্জতা রিফাত, আবদুর রউফ পিন্টু ও রুহুল কুদ্দুস।
যুগ্মসাধারণ সম্পাদক হলেন- রিফাতুজ্জামান রিফাত, আসাদুজ্জামান আসাদ, আশিকুর রহমান হৃদয়, ইমন হোসেন শিমুল সরদার ও মাসুদ হাসান কৌশিক।
এবং সাংগঠনিক সম্পাদক হলেন- ইলিয়াস হোসেন রিয়াদ, তরিকুল ইসলাম, মারুফ হোসেন, রাকিবুল আলম, এসএম তারভীর আহমেদ রিয়েল ও ফাহমিদ হুদা বিজয়।
এছাড়াও শরীফ এ মারুফ পিয়ালকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৭ সালের ১০ জুলাই যশোর জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের সপ্তাহ খানেক পর রওশন ইকবাল শাহীকে সভাপতি ও ছালছাবিল আহমেদ জিসানকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। তবে দুই সদস্যের ওই কমিটি দুই বছর দায়িত্ব পালন করলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারে না। এর মধ্যে ২০১৯ সালে একটি চাঁদাবাজি ইস্যুতে সাধারণ সম্পাদক জিসানের বিরুদ্ধে এক যুবককে হত্যার অভিযোগ ওঠে। যার জের ধরে ওই বছর ১৯ মার্চ যশোর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর আর নতুন কোন কমিটি হয়নি। একাধিবার কমিটি আসছে শোনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি। অর্থাৎ দুই বছর ধরে যশোর জেলা ছাত্রলীগ কমিটি শূন্য অবস্থায় ছিল।