ইরানে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের সাক্ষাতের কোনো প্রয়োজন নেই।
শুক্রবার (২ এপ্রিল) পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে ভার্চুয়াল বৈঠকের পর এক টুইটার বার্তায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তার দেশের কর্মকর্তাদের সাক্ষাতের সম্ভাবনা নাকচ করে দেন তিনি।
বার্তায় তিনি বলেন, শুক্রবারের বৈঠকে ইরান, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, চীন ও রাশিয়া এ ব্যাপারে একমত হয়েছে যে, আগামী ১৩ এপ্রিল তারা ভিয়েনায় সশরীরে আবার আলোচনায় বসবে।
জারিফ আরও বলেন, ভিয়েনা বৈঠকের উদ্দেশ্য হলো যত দ্রুত সম্ভব ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়াগুলো চুড়ান্ত করা হবে।
অনুষ্ঠিতব্য ওই বৈঠকে মার্কিন প্রতিনিধিরা উপস্থিত থাকবে বলে ওয়াল স্ট্রিট জার্নাল যে দাবি করেছে। এ বিষয়ে জাওয়াদ জারিফ টুইটে বলেন, আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের মধ্যে কোনো বৈঠক হবে না এবং সেরকম দ্বিপক্ষীয় বৈঠকের কোনো প্রয়োজনও নেই।