আজ ‘বিশ্ব পানি দিবস’। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ভ্যালুয়িং ওয়াটার’।
জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত এক প্রস্তাব অনুযায়ী প্রতি বছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয়। তারপর থেকে এই দিবস পালনের গুরুত্ব দিনদিন বৃদ্ধি পেতে থাকে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব পানি দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বিশ্ব পানি দিবস পালন উপলক্ষে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে।