জাপানে করোনাভাইরাস সম্পর্কিত দেউলিয়ার সংখ্যা ১,১০০টিতে দাঁড়িয়েছে
একটি ঋণ গবেষণা প্রতিষ্ঠান বলছে করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে জাপানে ১,১০০টি কোম্পানি দেউলিয়া হয়ে পড়েছে।
তেইকোকু ডাটা ব্যাংক বলছে এখন পর্যন্ত ১,১০০টি কোম্পানি আইনগতভাবে বন্ধ হয়ে যাওয়ার প্রক্রিয়া শেষ করেছে কিংবা সেই প্রস্তুতি নিচ্ছিল।
১৭২টি ব্যর্থতা নিয়ে তালিকার শীর্ষে আছে পানশালা ও রেস্তোরাঁ, এর পরে ৯২টি হচ্ছে নির্মাণ কোম্পানি এবং ৭৯টি হোটেল ও পান্থশালা।
টোকিওতে দেউলিয়া হয়েছে ২৬৪টি, ওসাকা জেলায় ১০৮টি এবং কানাগাওয়া জেলায় ৬৪টি।
তেইকোকু ডাটা ব্যাংক সরকারের জরুরি অবস্থা ঘোষণার আওতায় শহর এলাকাগুলোতে পানশালা ও রেস্তোরাঁর দেউলিয়া হয়ে পড়ায় চোখে পড়ার মত বৃদ্ধির উল্লেখ করেছে।
গবেষণা প্রতিষ্ঠান বলছে টোকিও ও প্রতিবেশী তিনটি জেলায় জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা হলে ব্যক্তিগত খরচাপাতিতে দীর্ঘমেয়াদি পতন অনিবার্য হয়ে উঠবে, যার ফলে দেউলিয়ার সংখ্যা সম্ভবত আরও বৃদ্ধি পাবে।