নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচন ১৬ জানুয়ারী ২০২১ (শনিবার) ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আমিনুর রশিদ সুজন বেসরকারিভাবে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। এ বিজয়ে দ্বিতীয় বারের মত তিনি মেয়র নির্বাচিত হলেন।
নির্বাচনে মোহাম্মদ আমিনুর রশিদ সুজন নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৮৮৮২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মো. মাহমুদুল হক পেয়েছেন ৫৮৫ ভোট।
মোট ৯টি ভোট কেন্দ্রের ৪০টি ভোট কক্ষে এবারই প্রথম ইভিএম এ ভোট দিচ্ছেন এই পৌরসভার ভোটারগন। মনোহরদী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৭ শত ৯৮। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৫ শত ৮০, নারী ৭ হাজার ২ শত ১৮ জন।
দ্বিতীয় ধাপের এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ইভিএম এ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে পুরুষ ভোটারের চাইতে মহিলা ভোটারের উপস্থিতিই ছিল বেশি।
নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রে ৯টি মোবাইলটিম, দুটি গোয়েন্দা শাখা (ডিবি) টিম, তিনটি স্ট্রাইকিং ফোর্স, ৭টি পুলিশ চেকপোস্ট, প্রতিটি কেন্দ্রে ৮ জনপুলিশ ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন।