নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচনকে ঘিরে চলছে জমজমাট প্রচারণা। আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে মনোহরদী পৌরসভা নির্বাচন। দ্বিতীয় ধাপে নির্বাচনে মনোহরদীতে চলছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের প্রচারণা।
ঘন কুয়াশা আর হিমেল হাওয়াসহ শীতকে উপেক্ষা করে ভোটারদের মন জয় করতে দ্বারে দ্বারে ঘুরছেন সব দলের প্রার্থীরা দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। জয়ের ব্যাপারেও আশাবাদী সবাই।
সরেজমিনে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থীদের ছবি এবং প্রতীক সম্বলিত পোষ্টার শোভাপাচ্ছে পৌরসভার বিভিন্ন সড়ক, মোড় এবং বাজারে। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে। দিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। সব মিলিয়ে মনোহরদী পৌরসভার নির্বাচনী গরম হাওয়া পৌষের শীতকে পরাজিত করেছে বলে মনে হয়।
মনোহরদী সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোহরদী পৌরসভায় মোট ভোটার ১৩৭৯৮ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৬৫৮০ জন, মহিলা ভোটার ৭২১৮ জন। নির্বাচনে মোট ৯ টি ভোট কেন্দ্রের ৪০ টি ব্যুথে ভোট গ্রহণ করা হবে।
অপরদিকে, প্রথমবারের মতো পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে পারবে জেনে উচ্ছ্বসিত ভোটাররা।
এবারের নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ থেকেমনোনীত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো: মাহমুদুল হক (ধানের শীষ), বাংলাদেশ ইসলামীক শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী আবদুল মান্নান(হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থীসাবেক মেয়র আলফাজ উদ্দিনের ভাতিজা ইমরান আহমেদ (মোবাইল ফোন) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটাররা ভাবছেন উন্নয়নের কথা। পৌর উন্নয়ন আর সাধারণ নাগরিক সুবিধা যাদের কাছ থেকে পাবে তাদেরকেই ভোট দেওয়ার কথা ভাবছেন তারা।
এ বিষয়ে ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মোজাম্মেল হক জানান, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং সুখে দুঃখে যাকে কাছেপাবো এমন যোগ্য প্রার্থী দেখে ইভিএমের বোতাম চাপব।
আ’লীগ থেকে মনোনীত বর্তমান মেয়র আমিনুর রশিদ সুজন বলেন, আবকাঠামো নির্মাণ, যোগাযোগ ব্যবস্থা যুগোপযোগী করা এবং সামাজিক অবক্ষয় রোধে স্থানীয় প্রশাসন ও পৌরবাসীকে সঙ্গে নিয়ে দুর্নীতি, বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস মুক্ত করে মনোহরদী পৌরসভাকে শান্তির আধুনিক মডেল পৌরশহর হিসেবে গড়ে তুলতে চাই। পুনরায় মেয়র নির্বাচিত হলে উন্নয়নের ধারাকে অব্যাহত ও বেগবান করবো ইনশাআল্লাহ।
বিএনপি থেকে মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হক বলেন, অবাধ এবং সুষ্ঠ নির্বাচন হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবেনা।
স্বতন্ত্র মেয়র প্রার্থী ইমরান আহমেদ বলেন, ভোটারদের কাছে যাচ্ছি। বেশ সাড়া পাচ্ছি। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
বাংলাদেশ ইসলামীক শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী আবদুল মান্নান বলেন, সুষ্ঠ নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবুল কালাম আজাদ বলেন, আগামী ১৬ জানুয়ারি পৌরসভার নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন সচেষ্ট রয়েছে। এখনো পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণা চলছে।