নরসিংদীর মনোহরদীতে পিরানহা মাছ চাষ করায় দুই মৎস্য চাষীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার একদুয়ারিয়া ইউনিয়নে কয়েকটি পুকুরে এ অভিযান পরিচালনা করা হয়।
নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান একদুয়ারিয়া ইউনিয়নের কয়েকটি পুকুরে অন্যান্য মাছের সাথে নিষিদ্ধ পিরানহা মাছ চাষ করায় তৎক্ষনাৎ দুই মৎস্য চাষীকে মৎস্য রক্ষা ও সংরক্ষন বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী সাত হাজার টাকা টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান বলেন, মূলত রুপচাঁদা বলে বাজারে পিরানহা মাছ বিক্রি করা হয় যা এক ধরণের রাক্ষুসে মাছ ও স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সকলকে এ বিষয়ে সতর্ক থেকে পিরানহা চাষাবাদ ও ক্রয়- বিক্রয় থেকে দূরে থাকতে বলেন।