আবারও আসিলো পহেলা জানুয়ারী
বারো টি মাস পেরিয়ে।
দুঃখ সুখের দিবস রজনী
স্মৃতি হয়ে রবে অন্তরে।।
স্যোশাল মিডিয়ার সম্মানিত ব্যাক্তিবর্গ সাধু মহৎ এবং সর্বস্তরের জ্ঞানী গুনী মহোদয়, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সাথে বিশেষ ভাবে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি বাংলার সংস্কৃতির উজ্জীবিত সকল গীতিকার, সুরকার, গীতিকবি, প্রবন্ধকার, গল্পকার, ইতিহাসবিদ, উপন্যাসিক ” যাহারা স্রষ্টার সৃষ্টি কে প্রতিনিয়তই প্রকাশিত করে নতুনত্ব রুপে রুপান্তরিত করেছেন এবং ভবিষ্যতে ও আরো গান কবিতা গল্প প্রবন্ধ রচনা উপন্যাস বাংলাদেশের ইতিহাসে বহাল রেখে যাবেন, সেই সুবাদে ___
সর্বময় বিনম্র শ্রদ্ধাবোধ রেখে নরসিংদী গীতিকার পরিষদ ( NGP) গ্রুপের পক্ষ হতে সবাইকে ইংরেজী নববর্ষ ২০২১ এর আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
স্রষ্টার সৃষ্টি কে সঠিক ভাবে প্রকাশিত করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আমরা সর্বদাই গানের মাধ্যমে সুষ্ঠ সঠিক ধারা বজায় রেখে এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে।।
কৃতজ্ঞতায়
নরসিংদী গীতিকার পরিষদ
(NGP)