নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী তারাকান্দী বাজারের পরিচালনা কমিটি গঠিত হয়।
শুক্রবার সন্ধ্যায় বাজারে অনুষ্ঠিত সভায় মো. গোলাম মোস্তফা খসরু মাষ্টার সভাপতি ও সৈয়দ মো. জসিম উদ্দীন মাষ্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি গঠিত হয়েছে।
পূর্ববর্তী বাজার পরিচালনা কমিটির মেয়াদ শেষ হলে মো. শাহজাহান মাঝিকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি কতৃক আয়োজিত সভায় গঠনতন্ত্র প্রনয়ণ ও ১৫ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত কন্ঠ ভোটে লেবুতলা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মো. গোলাম মোস্তফা খসরু মাষ্টার সভাপতি ও সৈয়দ মো. জসিম উদ্দীন মাষ্টার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। সভাপতি ও সম্পাদককে ৩০ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করেন। নবগঠিত কমিটির মেয়াদকাল হবে তিন বছর।
আহবায়ক মো. শাহজাহান মাঝির সভাপতিত্বে ও মো. কামাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, লেবুতলা ইউপি সদস্য মো. নজরুল ইসলাম মাঝিসহ বাজারের ব্যাবসায়ী, জমির মালিক, ভোক্তা, গণ্যমান্য, যুবসমাজ ও এলাকার সকল শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ।