নরসিংদীর মনোহরদীতে কৃষি জমি কেটে মাটি বিক্রির দায়ে ভাম্যমান আদালতে জরিমানা করা হয়। মো. হারুন অর রশিদ ও শরীফ খান বাহালুল নামের দুই মাটি ব্যাবসায়ীকে এক লাখ টাকা জড়িমানা করেছ ভাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক ইকবাল হাসান বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে দৌলতপুর ইউনিয়নের কোচেরচর এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি বিক্রি করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় তাদেরকে হাতেনাতে আটক করে জরিমানা করা হয়।
ইকবাল হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।