রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা বুড়িরহাট বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৪টি দোকান সহ একটি বাড়ী পুড়ে ছাই হয়ে যায়
রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট বাজারে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৪টি দোকান সহ একটি বাড়ী পুড়ে ছাই হয়ে যায়।
মঙ্গলবার রাত ১১:৪০মিনিটে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর সহযোগিতায় ১২:৩০ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে। দোকান ঘরের ভেতরে থাকা সকল প্রকার মালামাল ও বাড়ির আসবাবপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ পুড়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এলাকাবাসী।স্থানীয় বাসিন্দা আনাস বলেন আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিলেও তারা ঘটনা ঘটার প্রায় এক ঘন্টা পরে আসেন, ফায়ার সার্ভিসের লোকজন পৌছাঁর আগেই দোকান ও বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবী তিস্তানদীর কিনারেই বুড়িরহাট বাজার জীবন জীবিকার তাগিদে আমরা স্বল্প পুজি দিয়ে ব্যবসা করে পরিবারের সদস্যদের ভরন-পোষন করে আসছি, আগুনে পুড়ে শেষ সম্বল টুকুও আজ শেষ হয়ে গেল।আমরা আজ পথে বসে গেলাম।তাই সরকারের কাছে আর্থিক সাহায্য চাই নতুন করে যেন আবার ব্যবসা শুরু করে পরিবারের মুখে হাসি ফোটাতে পারি।
এই ঘটনার খবর নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার মন্ডল বাবু।