পাবনার সাঁথিয়া-বেড়ার জিরো পয়েন্ট সিএন্ডবি বাসস্ট্যান্ড সাঁথিয়া রোড আব্দুল লতিফ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ওয়ান ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং এর নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বেলা ৩ টার দিকে এ শাখা উদ্বোধন করা হয়।
শাখা উদ্বোধন করেন,ওয়ান ব্যাংক লিমিটেড অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মোহাম্মদ আরিফুর রহমান স্যার,অ্যাফ.এ.ভি.পি এবং ম্যানেজার ওয়ান ব্যাংক লিঃ সিরাজগঞ্জ সদর শাখা। উদ্বোধন কালে তিনি বলেন, একটি আধুনিক ও প্রগতিশীল ব্যাংকিং প্রতিষ্ঠানের কাছে গ্রাহকরা যা প্রত্যাশা করেন ওয়ান ব্যাংক সে সব প্রত্যাশা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ।
আমরা বিশ্বাস করি যে আধুনিক সেবা দিয়ে আমরা আপনাদের ব্যাংকিং প্রয়োজন গুলো মেটাতে ও আপনাদের সন্তুষ্ট করতে পারব। তিনি আরো বলেন, অত্র এলাকার গ্রাহকরা তাদের সব আর্থিক লেনদেন পরিচালনার ব্যবস্থা আরো নিপুণ ও সহজতর করার দায়িত্ব এখন থেকে ওয়ান ব্যাংকের দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের ওপর ছেড়ে দিতে পারেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবি.এম কারিমুল ইসলাম, ম্যানেজার ওয়ান ব্যাংক লিঃ শাহজাদপুর শাখা সিরাজগঞ্জ। আবু সুফিয়ান,এম.এফ.এস এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশন হেড অফিস ঢাকা। মোঃ আলী আশরাফ,প্রধান শিক্ষক বেড়া বিবি পাইলট উচ্চ বিদ্যালয়। মোঃ আবু সিদ্দিক,এজেন্ট আউটলেট (প্রোপাইটর) হাট পাঙ্গাসী এস.এস ট্রেডার্স সিরাজগঞ্জ।
মোঃ শহিদুল ইসলাম, টি,ও এজেন্ট ব্যাংকিং ডিভিশন হেড অফিস ঢাকা। মোঃ মোখলেছুর রহমান, এজেন্ট ব্যাংক প্রোপাইটর।মোঃ নুজাইম আল রাসেল এজেন্ট ইনচার্জ বেড়া শাখা পাবনা। সভাপতিত্ব করেন,মোঃ বাচ্চু সরকার, চেয়ারম্যান নগর হাবিবুল্লাহ ইউনিয়ন শাহজাদপুর।