মৌলভীবাজারে লাইট ট্রাভেলর সোসাইটির আয়োজনে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) ও সোসাইটির উপদেষ্টা আফসার ইবনে রহিম এর পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় শহরের তা’লীমুল কোরআন কনফারেন্স হলে এ মাহফিল অনুষ্টিত হয়।
সোসাইটির সভাপতি মুজাম্মিল আহমদ এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক হাফিজুর রহমানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মযলুম ছাত্রনেতা শেখ কাদের আল হাসান, মৌলভীবাজার শহর তালামীযের সভাপতি মোঃ মামুনুর রশীদ, টাউন কামিল মাদরাসা তালামীযের সভাপতি সৈয়দ সাহেদুল ইসলাম, সহ সভাপতি শাহিদুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সহ সভাপতি হাফিয আইনুল ইসলাম, অর্থ সম্পাদক আবু বকর বাবু, আজিজ মনসুর, সাপ্তাহিক দারুল ক্বিরাত তা’লীমুল কুরআন শাখার শিক্ষক শাকিব আহমদ প্রমুখ।