বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলা শাখার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বড়লেখা সদর ইউনিয়ন মিলনায়তনে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা ও মুবারক র্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলা তালামীযের সভাপতি নুরুল ইসলাম বাবলু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোজতবা হাসান চৌধুরী নোমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা কাজী আব্দুল মুমিত, যুগ্ন সম্পাদক মাষ্টার নাজিম উদ্দিন, কেন্দ্রীয় তালামীযের সাবেক সদস্য মাহমুদুল হাসান, উপজেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাষ্টার শামছুল ইসলাম, লতিফিয়া ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা কুতুবুল আলম, উপজেলা আল ইসলাহ এর সহ-সাধারণ সম্পাদক শাহেদ আহমদ জুয়েল, লতিফিয়া কারী সোসাইটির সাধারণ সম্পাদক আমানুর রহমান, উপজেলা তালামীযের সহ-সভাপতি রুহুল আমিন রুহেল, সহ সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক এম এ হাকিম জীবন, পৌর তালামীযের সভাপতি হাবিবুর রহমান সহ উপজেলা আল ইসলাহ, তালামীয ও লতিফিয়া কারী সোসাইটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন শাখার কর্মীবৃন্দ।
উল্লেখ্য যে, আলোচনা সভা শেষে মুবারক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।