দেশ ব্যাপী ধর্ষণ, নির্যাতন ও নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মৌলভীবাজাররে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৭ অক্টোবর) দূপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়নের সভাপতি খালেদ চৌধুরী, শেখ বোরহান উদ্দিন (র.) ইসলামি সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এম মুহিবুর রহমান মুহিব, নবযুগ ছাত্র ও যুব সংস্থার চেয়ারম্যান আজিজুল ইসলাম জয়, রেডক্রিসেন্টের সমন্নয়ক মামুনুর রহমান, সমাজকর্মী এম এ সামাদ, ক্ষুদে বিজ্ঞানী এস. এম কিবরিয়া, মারুফ আহমেদ পাবেল, মুনাঈদ আহমেদ মুন্না প্রমুখ।