
মৌলভীবাজারে অটো রিক্সায় গ্রীল স্থাপনের নির্দেশনা, অনটেস্ট গাড়ী চলাচলে স্টিকার ব্যবসা, রং পার্কিং এর নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা অটোটেম্পু, অটোরিক্সা, মিসুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সন্মুখে এ মানববন্ধন অনুষ্টিত হয়। শান্তিপূর্ণ মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
সরেজমিন দেখা যায়, মানববন্ধনে সহস্রাধিক চালক রাস্তার পাশে সিএনজি, অটোরিক্সা রেখে অংশ গ্রহন করেন।
এতে বক্তব্য রাখেন শ্রমিক নেতা পাবেল আহমেদ, আজিজুল হক সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, দরজা লাগানো, অনটেস্ট গাড়িতে টিকার সিস্টেম বাতিল ও যত্রতত্র পার্কিং করার নামে জরিমানা প্রথা বাতিল করতে হবে, নতুনা কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
One thought on "মৌলভীবাজারে গণপরিবহন শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।"