গাইবান্ধা প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী উপর হামলা-হত্যা চেষ্টার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় চৌমাথা মোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকেছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা জাসদ সভাপতি প্রবীণ সংবাদিক নুরুজ্জামান প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মজিবর রহমান, মুক্তিযোদ্ধা কনক চন্দ্র, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ওয়ারেছুর রহমান মন্টু প্রমুখ।
বক্তারা অবিলম্বে সুষ্ঠতদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারী ও তাদের মদদদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
One thought on "ইউএনও ওয়াহিদার উপর হামলার প্রতিবাদ জানিয়ে পলাশবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন।"