লেবাননের রাজধানী বৈরুতে বিশাল বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।অন্তত দশজনের নিহতের খবর পাওয়া গেছে।
অসমর্থিত সূত্রে দ্বিতীয় আরেকটি আরও বড় বিস্ফোরণের কথাও বলা হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রী হামাদ হাসান বলেছেন প্রচুর মানুষ হতাহত এবং বড়ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বন্দর এলাকা থেকে পাওয়া ভিডিওতে প্রথম বিস্ফোরণ স্থল থেকে ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। টুইটারে অনেকে মোবাইল ফোন তোলা প্রচণ্ড বিস্ফোরণের ভিডিও শেয়ার করছেন।
টুইটারে পোস্ট করা ভিডিওর সাথে বলা হয়েছে তারা বিস্ফোরণ স্থল থেকে ১০ কিমি দূরে থাকেন এবং বিস্ফোরণে তাদের ভবনের কাঁচ ভেঙে গেছে।
এরপর আরেকটি আরও বড় বিস্ফোরণের ধোঁয়ায় আশপাশের বেশ কিছু ভবন ঢেকে গেছে বলে দেখা যাচ্ছে।
একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে তার মনে হয়েছিল তিনি মারা যাবেন।
হাসপাতাল আহতদের ভিড়ে উপচে পড়েছে বলে বলা হচ্ছে। দমকল কর্মীরা অনেকগুলো আগুন নেভাতে হিমশিম খাচ্ছে।
বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়।
My brother sent me this, we live 10 KM away from the explosion site and the glass of our bldgs got shattered. #Lebanon pic.twitter.com/MPByBc673m
— Abir Ghattas (@AbirGhattas) August 4, 2020
স্থানীয় কিছু রিপোর্টে বলা হচ্ছে,এটি একটি দুর্ঘটনাও হতে পারে এবং আতসবাজির এক গুদাম থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। লেবাননের জাতীয় বার্তা সংস্থা বন্দর এলাকায় তাদের ভাষায় একটি বিস্ফোরকের ডিপোতে আগুন লাগার খবর দিয়েছিল।
এই বিস্ফোরণ ঘটেছে একটা স্পর্শকাতর সময়ে।
দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাফিক হারিরিকে ২০০৫ সালে হত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে এ সপ্তাহেই।
গাড়ি বোমা বিস্ফোরণে মি. হারিরির হত্যায় চারজন সন্দেহভাজনের মামলার রায় জাতিসংঘের একটি ট্রাইব্যুনালের দেবার কথা শুক্রবার।
অন্য বিস্ফোরণটি বৈরুত শহরের অন্য একটি এলাকায় মি. হারিরির বাসভবনে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি//