নিউজ ডেস্ক: নরসিংদীর মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ রানা (জলিল) (৩২) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে খিদিরপুর ইউনিয়নের পীরপুর উজানপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। জলিল ওই গ্রামের আব্দুস জব্বারের ছেলে। তিনি বিজিবি বাহিনীতে কুষ্টিয়া জেলায় কর্মরত ছিলেন।
নিহতের স্বজনরা স্বাধীন বাংলা কে জানায়, এক সপ্তাহ আগে চাকরীর কর্মস্থল কুষ্টিয়া থেকে ২ মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন সোহাগ রানা (জলিল)। আজ শুক্রবার বাদ জুম্মা নামাজের কিছুক্ষণ পর নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ মেরামত করছিলেন তিনি। এ সময় হটাৎ অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Nice presentation. always try to published true news