কাপাসিয়ায় সরকারি রেশনকার্ডে জালিয়াতি ইউপি সদস্য কে ৫০ হাজার টাকা জরিমানা
Reporter Name
আপডেটের সময় :
মঙ্গলবার, জুন ৯, ২০২০,
546 দেখুন
নিউজ ডেস্ক:গাাাজীপু রজ কাপাসিয়ায় টোক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাতেন কে সরকারি বিতরণের রেশন কার্ড জালিয়াতি করে নিজ পরিবারের ৬ সদস্যর নাম অন্তর্ভুক্ত করায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা। সোমবার ৮ জুন দুপুরে টোক ইউনিয়নের বীর উজলী, পেওরাইট, বরদিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাতেন কে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা বলেন নিয়মবহির্ভূত ভাবে ওই ইউপি সদস্য সরকারি বিতরণের রেশন কার্ড জালিয়াতি করে নিজ পরিবারের ৬ সদস্যর নাম দেয়ার অপরাধে এ শাস্তি প্রদান করা হয়।