কাপাসিয়ায় ১০ টাকা কেজির চাল আত্মসাতের দায়ে ইউপি মেম্বারকে ২ মাসের জেল ও জরিমানা
Reporter Name
আপডেটের সময় :
বুধবার, মে ২৭, ২০২০,
509 দেখুন
স্বাধীন বাংলা ১৬.কম
নিউজ ডেস্ক: কাপাসিয়ায় ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র চাল আত্মসাতের দায়ে রায়েদ ইউনিয়ন পরিষদের মেম্বার (সদস্য) বোরহান উদ্দিনকে ভ্রাম্যমাণ আদালতে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জারিমানা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ মে) বিকেলে ওই অভিযান পরিচালনা করা হয়েছে। এই সত্যতা নিশ্চিত করেছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ইসমত আরা। দণ্ডপ্রাপ্ত বোরহান উদ্দিন কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। কাপাসিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ইসমত আরা বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল পান এমন ৬ জন ব্যক্তির কার্ড ইউপি সদস্য বোরহান উদ্দিন নিজের জিম্মায় রেখে সে ৬ মাস যাবত ৬ জন গরিব মানুষের বরাদ্দকৃত ১০৮০ কেজি চাল উত্তোলন করে আত্মসাৎ করে আসছিলেন। তিনি আরো বলেন, অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং তাঁর বাড়ি থেকে ৬০ কেজি চাল জব্দ করা হয়। এসময় খাদ্যবান্ধব সহায়তার ৬টি কার্ড সমর্পণ করেন ইউপি মেম্বার মোঃ বোরহান উদ্দিন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জারিমানা করা হয়েছে’।