গণমানুষের খবরের ডিজিটাল গণমাধ্যম – স্বাধীন বাংলা ১৬ ডট কম (www.shadinbangla16.com) সংবাদ প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য দেশের প্রতিটি বিভাগে ব্যুরো প্রধান, জেলা, উপজেলা, বন্দর, বিশ্ববিদ্যালয়সহ দেশের বাহিরে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিটি দেশে নিজস্ব প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে :
জাতীয় পরিচয় পত্রের কপি, ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ই মেইলে।
ই-মেইল: info@shadhinbangla16.com
ফোন করুন : +8801722937426,
CV অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন পত্রিকা থেকে সেই মেইলেই রিপ্লাই দেয়া হবে। ই-মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ
Subject– এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি।
আবেদনকারীকে স্নাতক বা সমমানের পাশ হতে হবে (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিল যোগ্য)। পরিশ্রমী, মেধাবী এবং আগ্রহী অভিজ্ঞ/নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।
নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে। প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা/উপজেলা/ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়মিত সম্মানী বাবদ প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৫০% মাসিক বেতন আকারে দেয়া হবে। বিজ্ঞাপন না দিলে কোন প্রকার বেতন পাবে না। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি/ নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে। চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে। প্রতিনিধিদের নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজে কোন অসংগতি বা প্রতিনিধি কোন অনিয়ম করলে প্রতিনিধি বাতিলের ক্ষমতা পত্রিকার সম্পাদক রাখেন।
বি:দ্র: স্বাধীন বাংলা১৬. কম অনলাইন পত্রিকা কোন গ্রুপ কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থ দ্বারা পরিচালিত নয়। নিজস্ব আয়ে অনলাইন পত্রিকাটি পরিচালিত হয়। স্বাধীন বাংলা ১৬ কম অনলাইন পত্রিকাকে কেবলমাত্র নিজের পত্রিকা ভাবতে পারলেই আবেদন করবেন।
Like this
I want job
আমি কাজ করতে চাই
ভালো লাগ,
আমি কাজ করতে চাই। বদলগাছী উপজেলায়।নওগাঁ
আমি কাজ করতে চাই
আমি কাজ করতে চাই।পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা
I’m interested.
জনাব,
ঈদের শুভেচ্ছা এবং ছালাম নিবেন।আমি অত্র পত্রিকায় কাজ করতে চাই।প্রিন্ট কপি প্রকাশ হয় কি? এটা জানা প্রয়োজন।
সরি ভোলা দক্ষিণ প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।
আমি আপনাদের হয়ে কাজ করতে চাই
রাজবাড়ী সদরউপজেলা রাজবাড়ী
আমি কাজ করতে চাই খুলনার বটিয়াঘাটা উপজেলা।